বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আন্তদেশীয় সংলাপে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

—কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স ফর পিস (আইএপিপি) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘সারা বিশ্ব সন্ত্রাস ও জঙ্গিবাদের থাবায় আক্রান্ত। বহু দেশে বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অশান্তি ছড়িয়ে পড়েছে। সংসদ সদস্যরা পারস্পরিক যোগাযোগ এবং আন্তদেশীয় সংলাপের মাধ্যমে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। শান্তির জন্য সংলাপের বিকল্প নেই।’ জাতীয় সংসদের পার্লামেন্ট ক্লাবে গতকাল আইএপিপি বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরও বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, নেপালের সংসদ সদস্য ও আইএপিপি এশিয়ার কো-চেয়ার একনাথ ঢাকাল, বাংলাদেশের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী, সালমা ইসলাম, মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, হুইপ শহিদুজ্জামান সরকার, নুরুল ইসলাম ওমর, রুস্তম আলী ফরাজী, অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ। কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সীমান্ত রক্ষার নামে চলছে যুদ্ধ। মানব জাতিকে এর থেকে রক্ষা করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য আমরা ইতিমধ্যে ভারত, থাইল্যান্ড, কোরিয়া, নেপালসহ বিভিন্ন দেশে সেমিনার করেছি।’ জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘কোনো ধর্মেই সন্ত্রাস বা জঙ্গিবাদের স্থান নেই। এসব সমস্যা সমাধানে সুশীলসমাজ, ধর্মীয় নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

 তিনি বলেন, ‘বর্তমান সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে। জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে বিবেচিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করে।’

চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি কার্যকর। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সদস্যরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী সংসদ নির্বাচনেও আমরা চাই জাতীয় পার্টি হয় সংসদে আরও শক্তিশালী বিরোধী দল অথবা সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করুক।’

সর্বশেষ খবর