বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হিজড়া ও বেদেদের নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

হিজড়া ও বেদে সম্প্রদায়ের অংশগ্রহণে বর্ষবরণ উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাটম-ল প্রাঙ্গণে উত্তরণ ফাউন্ডেশন ও রিথিংক বাংলাদেশের পরিকল্পনায় হিজড়া সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা ‘সবার উপরে মানুষ সত্য’ পরিবেশন করা হয়। ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) ও উত্তরণ ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হিজড়া সম্প্রদায়ের শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন, পাশাপাশি সাপের খেলা ও বাঁদর খেলা নিয়ে হাজির হয় বেদে সম্প্রদায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর