বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজাকারের নথি পুনঃপরীক্ষার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজাকারের সংরক্ষিত ভুল নথি কোন প্রেক্ষিতে কীভাবে তৈরি হয়েছিল তা পুনঃপরীক্ষা-নিরীক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে যৌথ বৈঠক করে দেখার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি এবং স্বাধীনতাবিরোধী সব শ্রেণির তালিকা প্রেরণের জন্য জেলা প্রশাসকদের কাছে পত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।  সংসদ ভবনে গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরউত্তম), কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল বৈঠকে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর