রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

করোনায় অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব শুরু হতে পারে

- ড. আকবর আলি খান

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, শুধু করোনাভাইরাসের জন্য নয়, দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিতে হবে অন্য ভাইরাসের জন্যও। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী কয়েক বছরে আরও কী কী ভাইরাস আসতে পারে তা নিয়ে এখনই কাজ করতে হবে সরকারকে। তবে বর্তমানে চীনে করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব শুরু হতে পারে। গতকাল রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছায়া সংসদের আদলে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

 অনুষ্ঠানে ড. আকবর আলি খান বলেন, চীনে করোনাভাইরাস দীর্ঘদিন অব্যাহত থাকলে পৃথিবীর অন্যান্য দেশ নিজেদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেবে। বাংলাদেশকেও সে কারণে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তবে এই মুহূর্তে করোনাভাইরাস নিয়ে সরকারের সমালোচনা করা ঠিক হবে না। তার আগে সরকার কী কী কার্যক্রম গ্রহণ করে তা দেখা উচিত।

সর্বশেষ খবর