মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনার টিকাদান কেন্দ্রে থাকবেন ছাত্রলীগের স্বেচ্ছাসেবক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকার-ঘোষিত গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়নভিত্তিক টিকাদান কেন্দ্রগুলোয় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এজন্য সব সাংগঠনিক জেলা ও মহানগর কমিটিকে তাদের আওতাধীন উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠনপূর্বক তালিকা সংগঠনের দফতর সেলে পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের দফতর সেলে ([email protected]) পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা ওই কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করবেন।

বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক টিমকে শোকাবহ আগস্টের কালো ব্যাজ ধারণ ও স্বাস্থ্যবিধি মেনে সুসংগঠিতভাবে গণটিকা কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর