ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এ জন্য তারা বিচারবহির্ভূত হত্যা, গুম, সাংবাদিক নিধন করছে। সরকারের অবৈধ এসব হত্যাকান্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, এ সরকারের হাতে নারী-শিশু, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউ নিরাপদ নয়। তারা বলেন, আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে শিক্ষাঙ্গনসহ সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। সত্য কথা বললে জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। সত্য লিখলে রাতের আঁধারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়। এ অনিশ্চিত দেশকে রক্ষা করতে হলে দেশের ছাত্রসমাজকে জেগে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে সব অন্যায়ের বিরুদ্ধে।