শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাবিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ছাত্রলীগে অসন্তোষ বাড়ছে

রুবেল হোসাইন, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ১০ মাস আগে উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে ৯ বছর ধরে নেই কোনো হল কমিটি। একাধিকবার আশ্বাস দিয়েও নতুন কমিটি করতে গড়িমসি করায় পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। ফলে নতুন নেতৃত্ব যেমন তৈরি হচ্ছে না, তেমনি সাংগঠনিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। পাশাপাশি নেতা-কর্মীদের মাঝে তৈরি হচ্ছে গ্রুপিং, বাড়ছে অভ্যন্তরীণ অসন্তোষ। গত বছরের ৩ জানুয়ারি জাবির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে মাত্র দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। নতুন কমিটি গঠিত হওয়ার তিন মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নিয়ম থাকলেও ১১ মাস পর গঠিত হয় পূর্ণাঙ্গ কমিটি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে সবশেষ ২০১৩ সালের অক্টোবরে গঠিত হয় হল কমিটি। এরপর আর কোনো হল কমিটি গঠন করা হয়নি। এরই মধ্যে প্রায় সব হলের নেতারা ছাত্রত্ব শেষ করে বেরিয়ে গেছেন। ফলে কার্যত নেতৃত্বশূন্য জাবির হল ছাত্রলীগ। দীর্ঘসূত্রতায় অনেক কর্মী সাংগঠনিক পরিচয় ছাড়াই তাদের শিক্ষাজীবন শেষ করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটির নেতৃত্ব মানতে নারাজ সংগঠনটির অধিকাংশ নেতা-কর্মী। একাধিক ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, কমিটির মেয়াদ শেষ হওয়ায় শীর্ষ নেতারা এখন সংগঠন ও শিক্ষার্থীদের কল্যাণের কথা ভাবেন না, তারা নিজেদের আর্থিক স্বার্থ নিয়ে ব্যস্ত।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ যখন নতুন কমিটি ঘোষণা করবে তখনই আমরা দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। এখন আমরা হল কমিটি গঠনের জন্য কাজ করছি। শিগগিরই হল সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর