ফুলের মাঝে আছে প্রেম আনন্দ বেদনার নানা ছবি। মমতা ও ভালোবাসার রঙে কাছে টানার জাদুও আছে ফুলে। মানুষ বুঝে ফুলকে, ভালোবাসে বাগানের পুষ্পকলি। ফুলের প্রতি রাসূল (সা.)-এর ছিল প্রাণের টান। তিনি বলেছেন, যদি কাউকে ফুল উপহার দেওয়া হয় সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তা জান্নাত থেকে আনা হয়েছে। রাসূল (সা.)-এর অভ্যাস ছিল কেউ তাকে ফুল উপহার দিলে তিনি তা ফিরিয়ে দিতেন না। জান্নাতের রূপ সৌন্দর্য সবুজ সতেজ বাগ-বাগিচার বর্ণনা দিতে গিয়ে রাসূল (সা.) বলেছেন, যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবেন তখন মন জুড়ানো চোখ ধাঁধানো একটি ফুল দেখতে পাবেন। তিনি ফুলের ঘ্রাণে মুগ্ধ হবেন। তিনি অপলক দৃষ্টিতে নীরব মনে চেয়ে থাকবেন। আল্লাহ ভালোবাসেন সুন্দরকে। ফুল সুন্দর বলেই ফুল ভালোবাসতেন নবীজী। তাই কবির ভাষায় বলতে চাই, 'জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও হ্মুধার লাগি জোটে যদি মোটে দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী।' হজরত আবু সাইদ বলেন রাসূল (সা.) বলেছেন, আমার খুব আশঙ্কা হচ্ছে আল্লাহতায়ালা তোমাদের জন্য জমিনের বরকত বন্ধ করে দেবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হুজুর জমিনের বরকত কী? হজুর (সা.) বললেন, জমিনের ফুল। বাগানের কলি। উত্তপ্ত মরুর পাহাড়-পর্বত আর ধু-ধু বালির জমিনে জন্ম নেওয়া নবীজীর হৃদয়ে ফুলের প্রতি ভালোবাসা আমাদের প্রতি কি ফুলের মতো মানুষ হওয়ার ইঙ্গিত বহন করে না? ফুলের সৌন্দর্য মানুষকে পবিত্র হতে প্রেরণা জোগায়। তাই আমাদের উচিত, আমরা যেন ফুলের মতো সুন্দর হই। আমরা আমাদের টেবিলে কিছু তাজা ফুল রাখতে পারি এতে করে আমাদের মনও ভালো থাকবে এবং অফিস কক্ষ উজ্জ্ব্বল হবে। ফুলের ব্যবহার রাখলে কোনো অন্যায় নয় বরং নেকের কাজ। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ফুলের মতো পবিত্র হতে চেষ্টা করবে। আমরা অনেকেই ধারণা করি ফুলের ব্যবহার অপচয় আসলে এমনটি নয় রাসূল (সা.) সব সময় ফুলের ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান করেছেন।
[ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ৭ এপ্রিল আয়োজিত এক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের অংশবিশেষ।]