সিঙ্গাপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নান্টু (৩৩) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রাজীব নামে আরও এক বাংলাদেশি শ্রমিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির পতন পাছির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নান্টুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চণ্ডিদুয়ার গ্রামে। দুই সন্তানের বাবা নান্টু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দূতাবাসের সহায়তায় সোমবার রাতে তার মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। অন্যদিকে আহত রাজীবের বাড়ি ভৈরব।
সিঙ্গাপুরের পতন পাছির এলাকায় রেফালিং কনস্ট্রাকশনে হাউজকিপার হিসেবে কাজ করতেন তারা। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিঙ্গাপুরে কর্মরত রোমান নামে আরেক বাংলাদেশি শ্রমিক জানান, সিঙ্গাপুরের পতন পাছির এলাকায় রেফালিং কনস্ট্রাকশনে হাউজকিপার হিসেবে কাজ করতেন নান্টু ও রাজীব। কর্মরত অবস্থায় একসঙ্গে একটি নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে পড়ে যান।
সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, গত একমাসে নান্টুসহ পাঁচজন বাংলাদেশি দেশটিতে মারা গেছেন। এদের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মারা গেছেন দুই জন। বাকিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রত্যেকের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব