সৌদি আরবের আসির প্রদেশের আবহা শহরের একটি মসজিদে গত বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫ জনের মধ্যে চারজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে সৌদি দূতাবাস। আহতদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
নিহত বাংলাদেশিরা হলেন- নিহত বাংলাদেশিরা হলেন- লক্ষ্মীপুরের আফাজ উদ্দিন, কুমিল্লার মো. জীবন, মঈনুল মৃধা ও বেলাল হোসেন। বাকি দু'জনের ঠিকানা জানা যায়নি।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনাজপুরের চাঁন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উড়োজাহাজে রিয়াদে নিয়ে আসা হয়েছে।
হতাহতরা সবাই সেখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান কনসাল আজিজুর রহমান।
আসির প্রদেশের আভা শহরের মসজিদটিতে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকারী স্পেশাল উইপোনস অ্যান্ড টেকটিকস (সোয়াত) ইউনিটের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/মাহবুব