ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাথসিমার এক হলে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রবের উপস্থিতিতে 'জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠী ফ্রান্স' এর সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে 'জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠি ফ্রান্স' এর সভাপতি এমরান আহাম্মদ আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুদ ও সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার পুনরায় নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিও অনুমোদন করেন আ স ম আব্দুর রব।
শনিবার বিকেলে সংগঠনের সভাপতি এমরান আহাম্মদের (আলম) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আ স ম আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ইউরোপীয় ইউনিয়ন জেএসডির সমন্বয়ক ফজলুর রহমান, জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস তানিয়া রব, বাংলাদেশ ভিউ ফ্রান্স এর সভাপতি মনসুর চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠী, ফ্রান্স এর সহ সভাপতি কাজী লুতফর কবির মহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠী, ফ্রান্স এর সাধারণ সম্পাদক রেজাউল করিম (মাসুদ), সহ সভাপতি হাবিবুর রহমান, বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার ও সদস্য মো. আতাউর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব