কুয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
ওইদিন দূতাবাস চত্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে দিনটির শুরু হয়। পরে দূতাবাসের মালটিপারপাস হলে দোয়া মাহফিল, ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, প্রমাণ্যচিত্র প্রদর্শনী, বাণীপাঠ এর মধ্যদিয়ে দিনটি পালিত হয়।
এসময় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট এর কর্মকর্তাবৃন্দসহ কুয়েতে বিভিন্ন সামাজিক, সাংস্কিৃতিক, সাংবাদিক, রাজনিতিক, ব্যবসায়ীক সংগঠনের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি.পিএসসি (অব.) এর সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান এস.এম মাহাবুবুল আলম এর সঞ্চালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের প্ররোচনায় ঘটা নৃশংস হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেন। বঙ্গবন্ধুকে হত্যার পিছনে কুচক্রী মহলের যে গভীর ষড়যন্ত্র ছিল এমন কুচক্রী মহল ভবিষ্যতে মাথা তুলে না দাঁড়াতে পারে সে জন্য সকলকে একসাথে এ ধরণের অপ-তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারের নিহতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন সকলে। এছাড়াও কুয়েতে বিভিন্ন সংগঠন দিনটি পালনে নানা কর্মসূচির আয়োজন করে।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব