সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
প্রথমে দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এরপরই রিয়াদ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আওয়ামী পরিষদসহ কমিউনিটি নেতারা শ্রদ্ধা জানান।
এরপর রাষ্ট্রদূত গোলাম মসিহ’র সভাপতিত্বে এবং কার্যালয় প্রধান মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা পর্বে জাতীয় শোক দিবসে মহামান্য রাষ্ট্রপতি বাণী পাঠ করেন কাউন্সিলর (কনস্যুলার) খায়রুল ইসলাম। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (ইকোনমিক) আবুল হাসান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম) সরওয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) নুর মোহাম্মদ মাসুম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন দূতাবাসের মিশন উপ-প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখার) অধ্যক্ষ বদরুল আলম, ইংরেজি শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল বাশার নুরুজ্জামান, বাংলা শাখা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. জাকিউল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব শওকত উসমান, আব্দুল জলিল, কাজী সেলিম রেজা, গাজী মাসুদুর রহমান, সেলিম ভুইয়া, মোহাম্মদ আলী নুর, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ডা. নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ। সবশেষে ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন এটিএম মহিউদ্দিন। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। জেদ্দা কনসাল জেনারেল একেএম শহীদুল করিম জেদ্দায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা (জেদ্দা আওয়ামী লীগ) সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শফিকুর রহমানসহ কনস্যুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব