২৬ মার্চ, ২০১৭ ১৯:০৫

রোম দূতাবাসে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা

এমডি রিয়াজ হোসেন, ইতালি

রোম দূতাবাসে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে ইতালির রাজধানী রোমে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রোম অা‌লোচনা সভার অা‌য়োজন ক‌রে। এতে রাষ্ট্রদূত অাব্দুস সোবহান শিকদার ব‌লেন,  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাই পারে মুক্তিযুদ্ধ এবং মুক্তযোদ্ধাদের সন্মান দিতে।  
 
১ম স‌চিব এরফানুল হক এর প‌রিচালনায় ২য় স‌চিব ইরিন ইসলাম জু‌লি প্রধানমন্ত্রীর বানী, কাউ‌ন্সিলর মো. র‌ফিকুল অালম রাষ্ট্রপ‌তির বাণী পাঠ ক‌রেন।  এ সময় বক্তব্য রা‌খেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বীর মুক্তিযোদ্বা লুৎফর রহমান, ইকোন‌মিক কাউ‌ন্সিলর ড. ম‌ফিজুর রহমান প্রমুখ।

 এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী,আ. রব ফকির, যুগ্ম সম্পাদক আবু তাহেরসহ আরো অনেকে। 

ইতালি অাওয়ামী লী‌গের সভাপ‌তি ইদ্রিস ফরাজী ব‌লেন, অাজ‌কে শো‌কের দি‌নে ২৫ মার্চ প্রথম গণহত্যা দিবস পাল‌নের মধ্য দি‌য়ে সকল বীর শহীদ‌দের সম‌বেদনা ও শ্রদ্ধা জানাই।

অা‌লোচনা সভায় ইতালি অাওয়ামী লী‌গের সকল অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীসহ প্রবাসী বাংলা‌দেশিরা উপ‌স্থিত ছি‌লেন।

বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর