ঝালকাঠি জেলার কৃতি সন্তান তরুণ রাজনীতিবীদ এম.সাইফুল ইসলাম প্রবাসে থেকেও জাতীয়তাবাদের হয়ে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি নবগঠিত সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান সেচ্ছাসেবক দলের হয়ে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন। অতি শিগগিরই সেচ্ছাসেবক দল সংযুক্ত আরব আমিরাত আজমান শাখার আহব্বায়ক কমিটি করার মত প্রকাশ করেন ওই সৌজন্য সাক্ষাতে।
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এম সাইফুল ইসলাম জানান, তিনি সেচ্ছাসেবক দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন মানিক মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এনাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নুর নবী সহ সকলের মতামতের ভিত্তিতে দ্রুত আজমান শাখা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করবেন।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল