কুয়েত আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক কুয়েত প্রবাসী এম জাফরুজ্জামান লাল এর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা।
কুয়েত সিটির রাজধানী হোটেলে মঙ্গলবার রাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েত আওয়ামী লীগ নেতা আতাউল গণি মামুনের সভাপতিত্বে ও শাহ নেওয়াজ নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন ও চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইমাম হোসেন, কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ফয়েজ কালাম, প্রকোশলী ফখরুল ইসলাম ফারুকসহ অসংখ্য কুয়েত আওয়ামী লীগের নেতাকর্মী ও সুধীজন।