ধর্ষণের দায়ে সিঙ্গাপুরে এক বাংলাদেশি শ্রমিককে ১৭ বছরের জেল এবং ২৪ বেত মারার শাস্তি দেওয়া হয়েছে। গত ২০১৫ সালে এক চীনা নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয় ওই শ্রমিকের বিরুদ্ধে।
স্থানীয় গণমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজার্ভারের এক নারীকে অপহরণ ও ধর্ষণ করেন ওই ব্যক্তি। ২৪ বছর বয়সী নির্মাণ শ্রমিকের নাম প্রামাণিক লিটন। তিন দিনের বিচার কাজ শেষে লিটনকে দোষী সাব্যস্ত করে গত শুক্রবার শাস্তির এ রায় দেন বিচারক চু হান তেক।
তবে গত বৃহস্পতিবার লিটন জানান, তিনি ধর্ষণ করেননি। ধর্ষণের আগেই ভয়ে সেই নারীর মৃত্যু হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারির ৮ তারিখে ৩৯ বছর বয়সী চীনা নারীকে নাইফ পয়েন্ট পার্ক থেকে অপহরণ করেন লিটন এবং তাকে ধর্ষণ করেন। এরপর ওই নারী তার স্বামীকে ফোনে ঘটনাটি জানান। এরপর পুলিশকে জানানো হয়। এর দুইদিন পর তাকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। অপরাধ স্থানে তার হাতের ছাপ দেওয়া ছুরিও পাওয়া যায়।
সূত্র: স্ট্রেইট টাইমস
বিডি প্রতিদিন/ ২৪মে ২০১৭/ ই জাহান