"মানবতার জন্য" এই স্লোগানে দেশের গন্ডি পেরিয়ে এবার মালয়েশিয়ায় ভলান্টিয়ার বাংলাদেশের উদ্যোগে মালয়েশিয়ার জাতীয় ব্লাড ডোনেশন সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন প্রসঙ্গে বলতে গিয়ে ভলান্টিয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আশরাফ আলী বলেন, এটা বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গর্ব ও অহংকারের বিষয়। কারণ আমরা এর দ্বারা প্রামাণ করেছি, আমরা এদেশে শুধু শ্রম দিতে আসিনি। আমরা উদার মনের মানুষ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এটিই তার একটি প্রমাণ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন