সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলার প্রতিবাদে সোমবার কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত পার্লামেন্ট হিলের সম্মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডা বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
কানাডা বিএনপির অন্যতম নেতা ফয়সল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেওয়ান এবিএম রাজ্জাক রাজু, জিয়াউল হক জিয়া, আরমান মিয়া মাষ্টার, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামুন ভূইয়া, মিসবাউল কাদির ফাহিম, মারিফুর রহমান, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম মিজি, জাহাংগীর আলম, হুমায়ুন পাটোয়ারী, নওশাদ উল্লাহ, আখতার আহমেদ, আব্দুল হামিদ নুরু ভূইয়া, দেলোয়ার হোসেন, মাহবুব আলম অপু, জাকির হোসেন, এ ওদুদ রোকন, এস.কে সুহেলুজ্জামান, আলী হোসেন, কাজি আজাদ, মাহবুব হাওলাদার, সাইদ মোল্লাহ, মাসুদুর রহমান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম মিন্টু, ফারুক হোসেন অপু,আব্দুল মান্নান, মো: জাহাংগীর, হানিফ উল্লাহ, মো: আবু জাফর, আব্দুল আজিজ, শহিদুল্লাহ ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল ইসলাম রানা ও নাসিম উদ্দিন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর