আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেছা'র (৯২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা।
সংগঠনের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা ও যুগ্ম-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ শোক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার শান্তি কামনা করেন।
বিবৃতিতে আরও শোক প্রকাশ করেন যুগ্ম-আহ্বায়ক, রাশেদ বাদল, যুগ্ম-আহ্বায়ক, মাহাতাব খোন্দকার, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, কামাল হোসেন চৌধুরী, মিনহাজ উদ্দিন মিরান, আব্দুল বাতেন, প্রদিপ কুমার, হাজী জাকারিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত