বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রিয়া প্রবাসী আওয়ামী পরিবারে সদস্যরা। এক শোকবার্তায় তারা বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদেরকে এই রত্নগর্ভা মা সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় স্বাক্ষর করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের, সহ-সভাপতি আবদুল জলিল, আকতার হোসেন, শামছুল ইসলাম, একেএম সওকত আলী, রুহি দাস সাহা, এমরান হোসেন, শফিকুল ইসলাম, মিজানুর রহমান শ্যামল, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল হক, কোষাধ্যক্ষ এবিএম মাইনুদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, বেগম ফজিলাতুন নেছা ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল