মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মি যারা জহুরবারু, ক্লাং, পিনাং, সেরেম্বান প্রদেশে কর্মরত আছেন। তাদের সুবিধার্থে প্রতি মাসের শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও কন্স্যুলার সেবা দেয়া হবে বলে দূতাবাসের এক নোটিশে জানানো হয়েছে।
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, উল্লেখিত স্থান সমূহ থেকে রাজধানী কুয়ালালামপুর কয়েকশ মাইল দূরত্বের হওয়ায় প্রবাসীদের যাতায়াত অনেকটা কষ্টসাদ্য হয়ে যায়। তাই এখন থেকে প্রতি মাসের ১ম ও ৩য় সপ্তাহে শনি ও রবিবার জহুর বারু, প্রতিমাসের ১ম ও ৩য় সপ্তাহে শনি ও রবিবার ক্লাং, প্রতি মাসের ২য় ও ৪র্থ সপ্তাহে শনি ও রবিবার পিনাং, এবং প্রতিমাসের ২য় ও ৪র্থ সপ্তাহে শনি ও রবিবার সেরেম্বান প্রদেশে দূতাবাসের কন্স্যুলার সেবা প্রদান করা হবে।
সেবা প্রত্যাশীদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন