অনুশীলনের প্রথম ধাপ শেষ করেছে জাতীয় ফুটবল দল। এরপর দুই সপ্তাহের জন্য বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে মামুনুল ইসলামরা।
আগামী ১৪ মার্চ পর্যন্ত কাতারে ক্যাম্প করবেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।
বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাতার ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা।
সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যার অংশ হিসেবে আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে মামুনুলরা খেলবে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। লাওসের বিপক্ষে মাঠে নামার আগে প্রথমে কাতার ও পরে থাইল্যান্ডে ক্যাম্প করবে ফুটবলাররা।
বিডি প্রতিদিন/০১ মার্চ ২০১৮/আরাফাত