টরন্টোর এ ই একাডেমী তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ট্যালেন্ট শো ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন করেছে। একাডেমীর পরিচালক ডাঃ মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। শুরুতেই একাডেমীতে অধ্যয়নরত বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় আগত অতিথি ও উপস্থিত ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানায়।
একাডেমীর পরিচালক শিক্ষা শুভ্রা রাহমান এর পরিচালনায় ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা পর্ব শুরু হয়।কবিতা, চিত্রাংকন, নাচ, গান, ম্যাজিক সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে অভিভাবকদের ও অতিথিদের প্রশংসা কুড়ায়।।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শওগাত আলী সাগর, লায়েকুল হক চৌধুরী, মোহাম্মাদ এরশাদ প্রমুখ। বক্তারা এ ই একাডেমীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তারা উল্লেখ করেন প্রতিষ্ঠার পর থেকেই এ ই একাডেমী পড়ালেখার পাশাপাশি এ ধরনের ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমে সুধীজনদের প্রশংসা কুড়াচ্ছেন।
প্রতিযোগিতায় অনবদ্য কুশলতার স্বাক্ষর রেখে ১ম হয় শাহরিয়ার মাহি ও অডুরও, ২য় হয় নাবিহা, তানিশা, ফাবিহা, জাসারাত এর যৌথ পরিবেশনা, ৩য় হয় নাস্রাহ তার বাংলা কবিতা “মা কে নিয়ে”। এ ছাড়াও অনান্য বিভাগে পুরস্কার বিজয়ীরা হল আতিফ, শেহজাদ, ধিমান, ফাইযা, হুসাম, যাহাদাদ, যায়ান, ওয়াসিল, ইরাম,সাল্মা, সাইমা ।
অনুষ্ঠানে এ ই একাডেমী আগামী ৩রা মার্চ শনিবার থেকে এ ই একাডেমী দাবা স্কুল শুরুর ঘোষনা দেয়। ঘোষনায় বলা হয়, দাবা স্কুলের উদ্দেশ্য কোমলমতি শিশুদের ইলেক্ট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখা এবং মেধার উন্নয়নে দাবা হতে পারে অন্যতম একটি হাতিয়ার।। যার মাধ্যমে তারা কৌশলগত উৎকর্ষতা অর্জন করে মেধাকে তার প্রকৃত শিক্ষায় ব্যয় করতে সমর্থ হবে।
বিডিপ্রতিদিন/ ০২ মার্চ, ২০১৮/ ই জাহান