শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এম. নজরুল ইসলাম।
এক বিবৃতিতে তিনি বলেন, প্রখ্যাত যুক্তিবাদী লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। জঙ্গী মৌলবাদীরা দীর্ঘ দিন ধরে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যার হুমকি দিয়ে আসছে। মৌলবাদীরা যেভাবে প্রথাবিরোধী লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদের উপর হামলা করেছিল ঠিক একই কায়দায় তারা অধ্যাপক জাফর ইকবালকে মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা অধ্যাপক জাফর ইকবালের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৮/হিমেল