বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ার নেগরি সেরেমবান প্রদেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
মালয়েশিয়া বিএনপি সভাপতি(প্রস্তাবিত) শহীদ উল্যাহ শহীদের নির্দেশে সেরেমবান শাখা বিএনপির উদ্যোগে শনিবার সেরেমবান এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সেরেমবান বিএনপি উপদেষ্টা ওবাইদূর রহমান, সভাপতি সালাউদিন মামুন, সহ-সভাপতি জাকির হাসান, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমসহ দলটির আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব