পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে স্বপরিবারে সৌদি আরবের মদিনায় সফররত স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মদিনা প্রবাসীরা। শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় মদিনা হিলটন হোটেলে এ শুভেচ্ছা জানান তারা।
এসময় জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব মুজিবুর রহমান, ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা শাখার সভাপতি মুক্তিযাদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ মদীনা শাখার সভাপতি মুসা আব্দুল জলিল, মদীনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মদীনা সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফ ই ম ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার স্বপরিবারে ব্যক্তিগত সফরে সৌদি আরব যান স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। রবিবার রাতে ঢাকার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
বিডি প্রতিদিন/এ মজুমদার