মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত আটটায় প্রেস ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া সভাপতি মোঃ মনির বিন আমজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক (এসএ টিভি), সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির (যুগান্তর), সহ-সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ (ডিবিসি নিউজ), আবুল হাসনাত (প্রবাসীর দিগন্ত), সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম হিরন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন (নিউজ২৪), কাজী আশরাফুল ইসলাম (প্রবাসীর দিগন্ত), কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম (বাংলা ভিশন), দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক (প্রবাস কথা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান (ইটিভি), তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম (বেঙ্গল টিভি), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ফারজানা সুলতানা, সদস্য গোলাম রব্বানী রাজা (বিডিওয়ান নিউজ) ও আলাউদ্দিন সিদ্দিকী (মিলেনিয়াম টিভি) প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন