স্পেনের মাদ্রিদে ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে,বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদকর্মী,সাহিত্যিক এবংসংস্কৃতি কর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠনের এ ব্যানারে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।
পালস দে লা ফন্তেরা মেট্রো সংলগ্ন অডিটোরিয়াম বিকেল ৫ টায় শুরু হবে আলোচনা ,এতে প্রধান অতিথি থাকবেন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ।
বিশেষ অতিথি থাকবেন, চ্যানেল আই ইউরোপর ব্যাপস্থাপনা পরিচালক রেজা আহমেদ চৌধুরী ফয়সল। এছাড়াও থাকবেন,ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিক প্রতিনিধি এবং কমিউনিটির শীর্ষ নেতারা। আলোচনা শেষে থাকছে জমকালো সঙ্গীত সন্ধ্যা,অংশ নিবেন, স্পেন এবং ,ইউরোপের জনপ্রিয় শিল্পিরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য সকলের উপস্তিতি কামনা করেছেন।প্রেসক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম এবং সাধারন সম্পাদক বকুল খান।
বিডিপ্রতিদিন/ ই-জাহান