তখনো ফজরের আযান হয়নি, বলতে গেলে গভীর রাত। তার পরেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে জাতীয় সংগীত গাওয়ার জন্য স্কুল প্রাঙ্গণে হাজির হন মদীনা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবকর। অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে সমবেত কন্ঠে শুদ্ধস্বরে গাওয়া হয় জাতীয় সংগীত।
স্কুলের ব্যবস্খাপন কমিটির ম্যানেজিং ডিরেক্টর মুসা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ টিএম শহীদুল ইসলাম।
আলোচনা পর্বে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অভিবাবক ফজলুল করিম, শিক্ষক রাবেয়া সুলতানা, খুরশিদ জাহান চৌধুরী, নুরুন নাহার লিপি, নুরুন নাহার মাধবী, গুলফামারা সাথী, সাংবাদিক মোহাম্মদ আল-আমীন প্রমুখ। স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাধীনতার গান পরিবেশনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/হিমেল