জাতিসংঘের হিসাবে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এই স্বীকৃতি উপলক্ষে কাতারে বাংলাদেশ দূতাবাসে ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত কনস্যুলার সেবা সপ্তাহ ঘোষণা করেছে কাতারে বাংলাদেশ দূতাবাস।
এ উপলক্ষে ২০ মার্চ থেকে এক সপ্তাহ দূতাবাস প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এবং দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি বেশ কিছু জরুরি সেবা একইদিনে দেওয়া হবে।
দূতাবাসের ঘোষিত বিশেষ কমূসচির মধ্যে রয়েছে, ২২ মার্চ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাতার কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং আটক বাংলাদেশি কর্মীদের মধ্যে সাবান, তোয়ালে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র বিতরণ করা হবে।
এছাড়া এই সপ্তাহে কাতারের বিভিন্ন শ্রমিক ক্যাম্প পরিদর্শন এবং শ্রম আইনের বিভিন্ন দিক নিয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করা হবে। পাশাপাশি কাতারস্থ হামাদ হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি অসুস্থদের সঙ্গে সাক্ষাত এবং তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ দূতাবাস। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি কনস্যুলার সেবা সম্পর্কিত মতবিনিময় সভার আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/হিমেল