নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা নিয়ে গঠিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৫ এর প্রাইমারি তথা দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বাংলাদেশি প্রার্থী মিজান চৌধুরী মাত্র ৯.০৮ ভাগ ভোট পেয়েছেন। কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স পেয়েছেন ৮৩.৯৮ ভাগ ভোট।১৯৯৮ সাল থেকেই গ্রেগরী মিক্স জয়ী হয়ে আসছেন এ আসন থেকে।
অন্যদিকে নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ তে তৃণমূলের সংগঠক আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো-করটেজ (২৮) এর কাছে ধরাশায়ী হয়েছেন ডেমক্র্যাটিক পার্টির চতুর্থ শীর্ষস্থানীয় নেতা তথা প্রতিনিধি পরিষদে ডেমক্র্যাটিক ককাসের চেয়ারপার্সন যোসেফ ক্রাউলি (৫৬)।
আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো-করটেজ
২৬ জুন মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন তথা প্রাইমারিতে ৫৭.২৮ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন ল্যাটিনো আমেরিকান করটেজ। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্রাউলির ভোট ৪২.১৪ ভাগ।
১৯৯৮ সাল থেকেই জয়ী হয়ে আসছিলেন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি। এবার তিনি প্রতিনিধি পরিষদে স্পিকার হবার আগ্রহ পোষণ করেছিলেন। কিন্তু প্রাইমারিতে ধরাশায়ী হওয়ায় তার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল।
বিডি প্রতিদিন/ফারজানা