নিউ ইয়র্কে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 'উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ' শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির ছিলেন পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
সভার শুরুতে কামরুল হাসান খানকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কম্যুনিটি লিডার মোর্শেদা জামান। বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে পেশাজীবী সমন্বয় পরিষদ অবিস্মরণীয় ভূমিকা পালনের জন্যে কামরুল হাসান খানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে।
কামরুল হাসান খান বলেন, বাংলাদেশ এখন গোটা বিশ্বে উন্নয়নের বিস্ময়। মিডিয়ায় এই প্রবাস থেকে আপনারা যা দেখেন তার চেয়ে অনেক গুণ বেশী উন্নতি ঘটেছে বাংলাদেশে। এখন ফকির পাওয়া মুশকিল। উত্তর বঙ্গে মঙ্গা শব্দের বিলুপ্তি ঘটেছে। এসব এখন কল্প-কাহিনীতে পরিণত হয়েছে। সমগ্র জনগোষ্ঠি সুখ-শান্তিতে বসবাস করছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান।
আলোচনায় আরও অংশ নেন ডা. কামাল আহমেদ মুকুল, এডভোকেট জাকির হোসেন, হোস্ট সংগঠনের প্রচার সম্পাদক স্বীকৃতি বড়ুয়া প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ এগিয়ে চললে প্রবাসীরা খুশী থাকেন। আর সমস্যায় আক্রান্ত হলে সারাক্ষণ উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতে হয়। এজন্যে আমরা সকলেই চাই বাংলাদেশে রাজনৈতিক স্থিতি অটুট থাকুক।
বিডি প্রতিদিন/ফারজানা