নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে গত ২৫ জুন 'বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আব্দুল কাদির লিপু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম।
প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন।সভায় প্রারম্ভিক বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন সকলকে স্বাগত জানান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রস্তাবিত সমন্বিত প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
এরপর আলোচনায় অংশ নেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আঃ রহমান, প্রধান সমন্বয়কারী আব্দুর নূর বড় ভূইয়া, সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, উপদেষ্টা ও প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন কমিটির সভাপতি (যুক্তরাষ্ট্র) মাহাবুবুর রহমান চৌধুরী, উপদেষ্টা ইসমাইল খান আনসারী, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি জসিমউদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, কেন্দ্রীয় সদস্য আ: নূও, যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি ওয়াহিদ ফেরদৌস।
সেমিনারের আলোচ্যসূচি আলোকে নিজস্ব অভিমত প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ আক্তারুল ইসলাম, ঢাকার জাতীয় জাদুঘরের উপপরিচালক এম এ সাদেক, আইনজীবি মুজিবর রহমান, আব্দুল বাহার প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা