ইন লাইন বিশ্ব স্কেটিং কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধি দল হল্যান্ডের রাজধানী আমস্টাডামে পৌঁছেছে।
২৯জুন স্থানীয় সময় দুপুর ১টায় তাদের আমস্টাডাম জাতীয় বিমানবন্দরে স্বাগত জানান সেভেন এ সাইড ফুটবল টিম বাংলাদশের প্রেসিডেন্ট শামীম হক।
আগামী কাল হল্যান্ডের আরহেম শহরে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিশ্বের ১২৯টি দেশের অংশগ্রহণে বাংলাদেশে প্রথম বারের মতো যুক্ত হল এই আসরে। প্রতিযোগীদের মধ্যে চারজন ছেলে ও দুজন মেয়ে প্রতিযোগী রয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত এই প্রতিযোগীতায় বাংলাদেশ টিম বিশের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ রোলার স্ক্যাটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান জানান, এবারই বাংলাদেশ প্রথম এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। যার মধ্য দিয়ে বাংলাদেশ রোলার স্কেটিং জাতীয় প্রতিযোগীতা অংশগ্রহণের নতুন মাত্রা যুক্ত হল।
সেভেন এ সাইড ফুটবল টিম বাংলাদেশের প্রেসিডেন্ট শামীম হক জানান, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশকে বিশ্বব্যাপী পরিচিত এবং বিশ্বের সাথে তাল মিশিয়ে খেলাধুলা অগ্রগতি নিয়ে এসেছে। এক সময় বাংলাদেশ শুধু একটি উন্নতশীল দেশ নয় খেলাধুলায় ও বিশ্বব্যাপী পরিচিত করতে সক্ষম হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন