বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েত এর উদ্যোগে শনিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে বাংলাদেশ সরকার ঘোষিত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে প্রবাসীদের অবগত করতে সংবাদ কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.হ জুবেদের সঞ্চালনায় সভায় প্রবাসী সাংবাদিক নেতারা বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন সময়ে নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে। এসব সম্পর্কে অনেক প্রবাসী অবগত না থাকার কারণে সুবিধা গুলো থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সর্বদা প্রবাসীদের অবগত করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় এসব বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সে সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল, যমুনা টিভির প্রতিনিধি শেখ এহসানুল হক খোকন, সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম হাওলাদার, নাসের উদ্দিন, এমরান সিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব এর আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল আমিন রানাকে সংবর্ধনা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন