কুয়েতে প্রবাসী সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ মিলিটারি কমান্ড (বিএমসি)।
বুধবার দুপরে বাংলাদেশ মিলিটারি কমান্ড (বিএমসি) সদর দফতর সোবহানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এদিন মঈন উদ্দিন সরকার সুমনের হাতে সম্মাননার প্রশংসা পত্রটি তুলে দেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান এনডিসি, পিএসসি। সাথে ছিলেন ডেপুটি কমান্ডার লেফটেনান্ট কর্নেল মোহাম্মদ নাজিম খান।
এই প্রথম কুয়েতে বাংলাদেশ মিলিটারি কমান্ড (বিএমসি) থেকে কোন প্রবাসী সংবাদিককে সম্মাননা দেয়া হলো।
সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বর্তমানে বাংলাদেশ টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন কুয়েত এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন এর কুয়েত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কুয়েত থেকে প্রচারিত প্রথম বাংলা অনলাইন পত্রিকা বাংলার বার্তার সম্পাদক ও প্রকাশক।
বিডি-প্রতিদিন/ ই-জাহান