টেলিফোনে স্ত্রীর কথা সাথে কাটাকাটি, অতঃপর অভিমান করে সৌদি আরবের আল খারিজ এলাকায় ফ্যানের সাথে গলায় রশি দিয়ে শাহদত নামের (২৯) এক সৌদি প্রবাসীর আত্নহত্যা করেছে। বুধবার সকালে রুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে থাকতে পারে।
তার দেশের বাড়ী কুমিল্লা জেলার বরুরা থানার জানুরা মল্ল বাড়িতে। তার পিতার নাম আনিসুর রহমান।
নিহত শাহদতের মামা আবুল খায়ের জানান, ৭ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবে এসেছিল সে। তার ৮ মাস বয়সী শাওন নামের ১টি ছেলে সন্তান রয়েছে।
এদিকে সৌদি আরবের রিয়াদের হাই আল মাসনা এলাকায় ১ বাংলাদেশি খুন হয়েছেন। খুন হওয়া বাংলাদেশি হলেন আব্দুর রহিম উরফে আব্দুল্লাহ। তার বাড়ি নরসিংদীে জেলায়। বুধবার দুপুরে এক সৌদি নাগরিক চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আব্দুল্লাহকে খুন করে বলে জানিয়ে নিহত ব্যক্তির শ্যালক। খুনি সৌদি নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৮/হিমেল