স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা ফ্রুটাস কোম্পানি লিমিটেড এর দায়িত্বশীলদের বার্ষিক মান উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই বাংলাদেশ এসোসিয়েশন মিলনায়তনে এ সভায় প্রায় দেশি বিদেশি মিলে ৫০ জন কর্মকর্তা অংশ নেন।
ঢাকা ফ্রুটাস কোম্পানি লিমিটেড পরিচালক আল আমিন মিয়ার সভাপতিত্বে ও শাহ আলম এর সঞ্চালনায় কোম্পানি মান উন্নয়ন এবং বিক্রয় বৃদ্ধি নিয়ে মাদ্রিদ শহরে বিভিন্ন এলাকায় দায়িত্বশীল কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। দিনব্যাপী এ আলোচনায় তারা নতুন নতুন পরিকল্পনা এবং কিভাবে ক্রেতাদের আকৃষ্ট করা যায় এ ব্যাপারে বক্তব্য প্রদান করেন।
ঢাকা ফ্রুটাস কর্ণধার আল আমিন মিয়া বলেন, মাদ্রিদের অনেক নামি দামি কোম্পানির সাথে পাল্লা দিয়ে ঢাকা ফ্রুটাস এগিয়ে চলছে। আপনাদের পরিশ্রম এবং আন্তরিকতার জন্য তা সম্ভব হয়েছে। বাংলাদেশি প্রবাসীদের প্রাধান্য দিয়ে এটাকে প্রবাসের বুকে সহজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যা ধরে রাখতে হবে। ইনশাল্লাহ এ প্রতিষ্ঠান প্রবাসে ব্র্যান্ডিং হলে আপনারা সবাই এর লাভের অংশিদার হবেন বলে আমি বিশ্বাস করি।
অন্যতম পরিচালক শাহ আলম বলেন, প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছি আমরা। মূলত সকলের সঙ্গে ভ্রাতৃত্ব-বোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমাদের এ আয়োজন। এখানে বাংলাদেশ মহিলাদের জন্য রয়েছে কর্মসংস্থানের অগ্রাধিকার।
এ সময় আর বক্তব্য রাখেন, তামিম আবু বক্কর, হারুনুর রশিদ, খলিলুর রহমান, রাশেদ মহিউদ্দিন, এস বি হিমেল প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৮/হিমেল