৮ জুলাই, ২০১৮ ১২:১৩

বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক করতে ১৪ ঘণ্টা ড্রাম বাজালেন বাংলাদেশি সুদর্শন

অনলাইন ডেস্ক

বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক করতে ১৪ ঘণ্টা ড্রাম বাজালেন বাংলাদেশি সুদর্শন

দীর্ঘ সময় তবলা ও ঢোল বাজানোর দুটি বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বাদ্যসাধক পণ্ডিত সুদর্শন দাশ। এবার সেই রেকর্ডের হ্যাটট্রিক করতে বিরতিহীন ১৪ ঘণ্টা ড্রাম বাজিয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে কমপক্ষে টানা ১২ ঘণ্টা ড্রাম বাজানোর শর্ত দিয়েছিল।

সম্প্রতি পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে তিনি টানা ১৪ ঘণ্টা ড্রাম বাজিয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে শীঘ্র এর স্বীকৃতি পাবেন বলে আশা করছেন পণ্ডিত সুদর্শন।

সুদর্শন দাশের পৈত্রিক ভিটা চট্টগ্রামের সাতকানিয়ায়। তার বাবা অমূল্য রঞ্জন দাশ, মা বুলবুল রাণী দাশ। পণ্ডিত সুদর্শন পূর্ব লন্ডনের তবলা অ্যান্ড ঢোল একাডেমির প্রিন্সিপাল। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম ও রেডব্রিজ কাউন্সিলের অধীনে তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর ‘মিউজিক ইন্সপেক্টর’ হিসেবে কাজ করেন।

বিডি প্রতিদিন ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর