খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে জাসাস। সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ করে দলটি।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং জাসাসের সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।
যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাস সেক্রেটারি কাওসার আহমেদ, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ।
এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি করে স্লোগান দেয়া হয় এবং ২৪ জুলাই জাতিসংঘের সামনে আরেকটি সমাবেশ করার ঘোষণা দেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন