সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা। সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলায় ১২টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে ১০টি স্টল থাকবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রদর্শনের জন্য। আর বাকি ২টি খাবারের। এছাড়া রাতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উন্নয়নের রেল গাড়ি নামের একটি মঞ্চ নাটকও স্থান পাবে সাংস্কৃতিক পর্বে। তিনি আরও বলেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
মেলার অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ভিডিও চিত্র প্রদর্শন, উন্নয়নমূলক কর্মকান্ডের স্টল পরিদর্শন। বেলা সাড়ে ৩টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার