দেশ এবং দেশের অর্থনীতিকে চাঙা করতে কাজ করছে প্যারিস ভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও)।
ডব্লিউবিও কর্তৃক ৪ অক্টোবর সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য কমিউনিটি’ শীর্ষক এক মতবিনিময় সভার বাংলাদেশকে ঘিরে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন আলোচকরা।
ডব্লিউবিও প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহর সিঙ্গাপুর সফর উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিঙ্গাপুরের খ্যাতিমান ব্যবসায়ী খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচেম) সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মির্জা গোলাম সবুর, বর্তমান জেনারেল সেক্রেটারি আসাদ মামুন, দুই ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান ফিলিপ ও প্রফেসর এম এ রহিম, ট্রেজারার হাবিবুর রহমান পাটওয়ারি, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান, সাবেক জেনারেল সেক্রেটারি নাশিরুল ইসলাম মনি, মেরিনার্স সোসাইটির প্রেসিডেন্ট জহিরুল ইসলাম এবং বাংলা স্কুলের প্রিন্সিপাল রুবাবা সাবেদ।
মতবিনিময় সভায় সিঙ্গাপুরের কমিউনিটি ও ব্যবসায়ী নেতারা বলেন, সমগ্র বিশ্বের প্রবাসী বাংলাদেশিদেরকে এক প্লাটফর্মে নিয়ে আসার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে প্রবাসীদেরকে নিবিড়ভাবে সম্পৃক্ত করতে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) মিশন-ভিশন সহ যে কোন কর্মসূচি ও এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করবে সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের মাঝে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত করতে ডব্লিউবিও প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহর আন্তরিকতা ও একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা