বাংলাদেশ কনুস্যলেট জেনারেল, জেদ্দা ও বাংলাদেশ দুতাবাস রিয়াদের উদ্যোগে আলাদা আলাদাভাবে এবং সরকার কর্তৃক অনুমোদিত কর্মসূচির আলোকে গতকাল শুক্রবার কনস্যুলেট ও দূতাবাস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে “উন্নয়ন মেলা” অনুষ্ঠিত হয়।
জেদ্দায় মেলার শুরুতে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন আগত প্রবাসীদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য প্রদান ও “উন্নয়ন মেলা”র উদ্বোধনের পর কনসাল জেনারেলপত্নী বেগম সাবরিনা নাহরিন মেলার ‘ফুড কর্নার’ উদ্ধোধন করেন। ফুড কর্নারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল-বাংলা ও ইংরেজি শাখার ০২টি স্টল অংশ নেয়।
এরপর কনসাল জেনারেল আগত প্রবাসীদের নিয়ে উন্নয়ন গ্যালারি পরিদর্শন করেন। এ সময় “উন্নয়ন মেলা: অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শিরোনামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত ভিডিও চিত্রের পাশাপাশি ব্যানার ও প্লাকার্ডের মাধ্যমে স্থিরচিত্রও প্রদর্শন করা হয়।
সবশেষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর লোক সঙ্গীতের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান “উন্নয়ন কনসার্ট” এর আয়োজন করা হয়।
উন্নয়ন মেলায় কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, জেদ্দার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মেলার শুরুতে জেদ্দায় কর্মরত বীর মুক্তিযোদ্ধা জনাব এম. এইচ. ফারুককে কনস্যুলেটের পক্ষ থেকে ‘উত্তরীয়’ ও ফুল দিয়ে সম্মানিত করা হয়।
এদিকে রিয়াদ দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
মেলায় ১২টি স্টল বসানো হয় এর মধ্যে ১০টি স্টল ছিল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রদর্শনের জন্য, আর বাকী ২টি খাবারের। এছাড়া রাতে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। উন্নয়নের রেল গাড়ি নামের একটি মঞ্চ নাটকও স্থান পায় সাংস্কৃতিক পর্বে।
এছাড়াও মেলার অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ভিডিও চিত্র প্রদর্শন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্টল পরিদর্শন।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৮/মাহবুব