স্পেনের বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের অভিষেক ও পরিচিতি সভা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। প্রায় সহস্রাধিক প্রবাসিদের উপস্থিতি আশা করা হচ্ছে।
বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছে রাজপুত ও সাফরান রেস্টুরেন্টে দিনব্যাপি অনুষ্ঠান মালা শেষে নৈশভোজের ব্যবস্থা রাখা হয়েছে। এতে মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্য শহর থেকে বৃহত্তর ঢাকা প্রবাসীরা যোগ দিবেন।
এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি সোহেল ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মিল্টন ভুঁইয়া কচি এ অভিষেক সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আয়োজন সম্পর্কে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আল আমিন বলেন, মূলত স্পেনের বাংলাদেশি কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসার জন্য আমাদের এ প্রয়াস।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন