ইতালির পালেরমো যুবলীগের আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পালেরমো যুব লীগের আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এমদাদ রাহ্ সাইফুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পালেরমো আওয়ামী লীগ সভাপতি সেকান্দর মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সি. সহ সভাপতি জাহিদ আহমাদ রুবেল, সহ সভাপতি খোকন দাস, শাহ আলম বেপারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর, রুহুল আলম সদস্য মতিউর রহমান, স্বপন পাটোয়ারী আওয়ামী লীগ উপদেষ্টা মুহিতুর রহমান চৌধুরী, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মজিবুল হক ভূঁইয়া, পালেরমো আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কামরুল, আব্দুল হক নিয়াজি ও নুরুল ইসলাম।
ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম রেমুলের কোরআন তেলায়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাহেদুল হোসাইন রিফাত। আরও বক্তব্য রাখেন পালেরমো যুবলীগ যুগ্ম আহবায়ক ইকরাম দেওয়ান, কয়েছ আলী, আমিনুর রহমান আতিক, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, শেখ রমযান, পনির হুসেন, মো. আলম, আলাল মিয়া, ছাত্রলীগ নেতা সাফিন মিয়া। এছাড়া উপস্তিত ছিলেন পালেরমো কনস্যুলতা কমিনালের নির্বাচিত উপদেষ্টা শেখ জাহিদ বিপ্লব। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পালেরমো আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ। কেক কাটা ও প্রিতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৮/হিমেল