সার্ক প্রার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশে চিলির কনস্যুলার আসিফ চৌধুরী আগামী তিন বছরের জন্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনস্যুলস (এফআইসিএসি)–র পরিচালক বোর্ডের সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হলেন।
উক্ত ভোট গ্রহণ গত ৪-৭ অক্টোবরে বেলজিয়ামের ব্রাসেলসে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস কনস্যুলসে এফআইসিএসি কর্তৃক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে কনস্যুলার কর্পসের প্রাক্তন সভাপতি আসিফ চৌধুরী ২০১৪ সাল থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের এফআইসিএসি-এর চেয়ারম্যান পদে ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা