কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু বলেছেন, এলাকার মানুষের আস্থা নষ্ট করতে চাই না। উপজেলা চেয়ারম্যানের যে দায়িত্ব আমাকে এলাকাবাসী প্রদান করেছেন তা যথাযথভাবে বাস্তবায়িত করার চেষ্টা করছি। এর বিনিময়ে কিছুই চাই না। দলমত নির্বিশেষে সকল মানুষের ভালবসা নিয়ে বাঁচতে চাই। নাঙ্গলকোটের সাড়ে ৫ লাখ মানুষের পাশে ছিলাম, সবসময় থাকবো।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে শনিবার রাতে নাঙ্গলকোট তথা বৃহত্তর কুমিল্লার সর্বস্তরের প্রবাসীদের প্রদত্ত সংবর্ধনা সমাবেশে তিনি এসব কথা বলেন।
সামছুদ্দিন কালু বলেন, বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন পরিকল্পনার আওতায় রয়েছে নাঙ্গলকোর্ট উপজেলাও। ক্রমান্বয়ে সারা বাংলাদেশের মত আমাদের এলাকাও উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে। পিছিয়ে পড়া শব্দ এখন আর প্রযোজ্য নয় বাংলাদেশের কোন উপজেলায়। রাজনৈতিক অস্থিরতা নেই বলে আমরা সবকিছু ঠিকমত করতে সক্ষম হচ্ছি। রাজনীতিকদের মধ্যে সৃষ্ট এই মহানুভবতা অটুট রাখতে হবে সার্বিক উন্নয়নের স্বার্থে-এ কথা বলেন চেয়ারম্যান কালু।
চেয়ারম্যান সামছুউদ্দিন কালু বলেন, যারা নিউইয়র্কে কর্মব্যস্ততার মধ্যেও আমার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছেন, তাদের সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। আমি ছাত্র থাকাকালীন মানুষের পাশে ছিলাম, ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা এবং উপজেলাতেও আমার কর্মকাণ্ড গণমানুষের সাথেই রয়েছে।
তিনি বলেন, ‘আমি আপনাদের হয়েই মানুষের কাজ করি। নাঙ্গলকোট এক সময় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলা ছিল। আমার সাধ্যনুযায়ী চেষ্টার মধ্য দিয়ে অবহেলিত উপজেলাকে আজকে আলোর মধ্যে নিয়ে এসেছি। আপনারা আমাকে সংবর্ধনা দিয়ে নাঙ্গলকোটের সাড়ে ৫ লক্ষ মানুষকেই সম্মানিত করেছেন।
তিনি আনন্দের সাথে ঘোষণা করেন আমরা গর্বিত এবং কৃতজ্ঞ লোটাস কামালের মতো নেতাকে পেয়েছি। যার ছোয়াতে আজকে নাঙ্গলকোট আলোকিত। লোটাস কামাল আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা আরও পেয়েছি কুমিল্লা শিক্ষার্বোডের চেয়ারম্যানকে।
লোটাস কামাল প্রসঙ্গে আরও বলেন, ‘৭৩ কোটি টাকা ব্যয়ে তিনি একটি বড় সড়কের অনুমোদন দিয়েছেন, যা নাঙ্গলকোট-চিওড়া চৌদ্দগ্রাম এবং ফেনী চট্টগ্রাম রোড়ে সাথে মিশে গেছে।
তিনি বলেন, প্রতিবেশীর হক নষ্ট করলে কেয়ামতের দিন জবাব দিতে হবে। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজে সমর্থন দিতে হবে।
এ সমাবেশে সভাপতিত্ব করেন ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা এবং সিইও প্রকৌশলী আবু বকর হানিফ। হানিফ তার সমাপনী বক্তব্যে বিশেষ ভাবে উল্লেখ করেন, ‘জনতার হৃদয়ে স্থান করে নেয়া উপজেলা চেয়ারম্যান কালুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি নাঙ্গলকোটবাসীর সার্বিক কল্যাণের স্বার্থে। আশা করছি, সামনের দিনগুলোতেও তার সততা ও নিষ্ঠায় কোন ঘাটতি থাকবে না।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজনীতিক ও ব্যবসায়ী হাজী আক্কাস আলী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলি, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, নিউকার্ক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সভাপতি শাহাজাহান সিরাজী, আইটি বিশেষজ্ঞ মনির আহমদ, সমাজকর্মী আব্দুল লতিফ প্রমূখ।
সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্যকালে বিশিষ্ট ব্যবসায়ী দলিলুর রহমান ভূঁইয়া বলেন, সামছুদ্দিন কালু কোন বিশেষ দলের নেতা নন, তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী আক্কাস আলী বলেন, নাঙ্গলকোটের উন্নয়নে কালু ভাইয়ের বিকল্প নেই।
পেনসিলভেনিয়া আওয়ামী লীগের সভাপতি হাজী তৌহিদুর রহমান মজুমদার বলেন, কালু ভাইকে আজীবন নাঙ্গলকোটবাসীর পাশে দেখতে চাই।
হাজী মোহাম্মদ আলী বলেন, সামছুদ্দিন কালু ভাই গণমানুষের পাশে সব সময় থাকবেন, আমরা এটাই আশাই করি।
এই অনুষ্ঠাটির সঞ্চালনা করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক নেতা জাকির হোসেন মজুমদার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন