বেলজিয়াম বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর দেশটির রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন ফজিলাতুন নেছা বাপ্পি এমপি। মেলায় বক্তব্য রাখেন বেলজিয়ামে নিয়যুক্ত রাষ্ট্রদূত শাহাদাত হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক সহিদ, সহ-সভাপতি বাবু বিধান দেব, যুগ্ন সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আকতারুজ্জমান, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, যুবলীগ সভাপতি খাালেদ মিহাজ প্রমুখ।
মেলায় বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।মেলায় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবদান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশ-বেলজিয়াম মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার