২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপি। বুধবার ১০নং ডাউনিং স্ট্রিটের সামনে তারা এই বিক্ষোভ করে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের শত শত নেতাকর্মীরা পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৮/আরাফাত